আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলতি মাসের ২৭ তারিখ দুই হেরো টিমের খেলা। বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। বাংলাদেশ ও পাকিস্তানের অভিযান শেষ হয়ে গিয়েছে আইসিসি-র এই ইভেন্টে। ২৭ তারিখের খেলা শেষ হয়ে গেলে বাংলাদেশ ফিরে আসবে দেশে। কিন্তুযা খবর জানা যাচ্ছে, তাতে মে মাসের শেষে ফের এই পাকিস্তানেই খেলতে আসবে বাংলার বাঘেরা। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সূত্র অনুযায়ী, পাকিস্তান বাংলাদেশে যাবে জুলাই-আগস্টে। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল শান্তর বাংলাদেশ। অন্যদিকে দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ায় পাকিস্তানকে নিয়েও প্রত্যাশার ফানুস চড়ছিল। কিন্তু দুটো ম্যাচ যেতে না যেতেই সেই স্বপ্নের সলিলসমাধি ঘটে। বাংলাদেশ হার মানে ভারত ও নিউজিল্যান্ডের কাছে। অন্যদিকে ভারত ও নিউজিল্যান্ডের কাছে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় পাকিস্তান।
দুই ব্যর্থ দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে।
জুন-জুলাইয়ে নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে গিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।
